
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বসন্ত উৎসব উপযাপিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, অধ্যাপক সালেহা আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, কণ্ঠশিল্পি ফিরোজা খাতুন প্রমুখ।
বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে বসন্তের সাজে সাজানো হয় মিলনায়তন। সংগীত ও নাট্যপ্রেমিরা উপভোগ করে জেলা শিল্পকলা একাডেমির বর্ণিল আয়োজন। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মমতাজ আহমেদের রচনায় ও শেখ মুশফিকুর রহমান মিল্টনের নির্দেশনায় নাটক বর্ণচোরা মঞ্চস্থ হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।
