হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সংস্কৃতিক সেবা কেন্দ্র মাসজিদে কুবা কমপ্লেক্স কমিটির আয়োজনে সোমবার সকালে শহরের মেহেদীবাগ উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, মাসজিদে কুবা কমপ্লেক্সের উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. জেড এস আতিক, মাসজিদে কুবা কমপ্লেক্স মসজিদ কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, মসজিদে কুবা কমপ্লেক্স একটি ইসলামিক সংস্কৃতিক সেবা কেন্দ্র ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। বিগত দুই বছর যাবত দুস্থ, অসহায় যারা চোখের অপারেশন করতে পারেনা ছানি পড়া রুগীদের এখানে পরীক্ষা নিরীক্ষাসহ অপারেশনের ব্যবস্থা করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও অপারেশন জন্য বাছাই করে একই দিনে খুলনায় পাঠানো হবে এবং অন্যান্য চক্ষু রোগীদের ও চিকিৎসা ব্যবস্থা করা হবে। ছানি অপারেশন পর কালো চশমা ও ১ মাসের ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। যুব সমাজকে মাদক, ইভটিজিং মুক্ত রাখতে এবং ইসলামের পথে আনতে কোরআন, কেরাত ও আজানসহ ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। শিশু, কিশোর ও বয়স্কদের কোরআন শিক্ষা, হজ্জ্ব প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। মুসলিম-অমুসলিম সকলের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেন্টাল ক্যাম্প, আই ক্যাম্প, শিশুদের টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক ও সমাজ সচেতনমূলক কর্মসূচি জনস্বার্থে অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন