হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৫ টি বাস-ট্রাক ও ৬টি মুদি দোকানে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার বিনেরপোতায় হাইড্রলিক হর্ন বাজানোর দায়ে ১৫ টি যানবাহন ও অবৈধ পলিথিন পেপার রাখার দায়ে ৬ জন মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদেরকে জরিমানা করা হয়।

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় ৭টি বাস ও ৮টি ট্রাকে হাইড্রলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়। এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের আদেশে বাস ও ট্রাক থেকে হাইড্রলিক হর্ন খুলে নেওয়া হয়। এছাড়া চালকদের কাছ থেকে প্রতি বাস ও ট্রাকবাবদ ১ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর শহরের অদূরে কদমতলা বাজারের ৬টি মুদি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে অবৈধভাবে পলিথিন পেপার রাখা ও বিক্রির দায়ে ৬জন দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১১০কেজি পলিথিন পেপার জব্দ করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন