হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, এরপর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত, সকাল ৯টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনায় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ১১টায় জেলা শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। এছাড়া সুবিধা জনক সময়ে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠাে আলোকসজ্জা ও সাজসজ্জাকরনের ব্যবস্থা করা হয়। ##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন