নিজস্ব প্রতিনিধি :
নানা আয়োজনে সাতক্ষীরায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশসাক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণু পদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন করা হয়।