হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শহরের পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সামনে থেতে তাদের আটক করেন।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার ঝিকরা পূর্বপাড়া গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে সেলিম হোসেন গাজী (৪৫) ও একই উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মোসলেম আলী মোড়লের ছেলে রবিউল ইসলাম (৪২)।

র‌্যাব জানায়, সাতক্ষীরা শহরের পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি গাঁজাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। এরপর তাদের কাছ দুটি মোবাইল ফোন ও নগদ ৭’শ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন