হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস

সাতক্ষীরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা আবহাওয়া অফিস থেকে আজ বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। বৈশাখে শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। অসহনীয় কষ্ট বেড়েছে শ্রমজীবি মানুষের। ভিঁড় বেড়েছে ডাব, শরবত আর আখের রসের দোকান গুলোতে। আবার কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন। গরমের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে সাধারন মানুষ। আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড়ের গাছতলাসহ জেলা শহরের বিভিন স্থানের গাছতলাায়। গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির কোন দেখা না পাওয়ায় ভ্যাপসা গরমে আরো অসহনীয় হয়ে পড়েছেন সাধারন মানুষ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা শতকরা ২৯ ভাগ। অপরদিকে, গতকাল এবছরের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান ছিল। গতকাল তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন