হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় জামাতের মিছিলে পুলিশের বাধা! ১৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিনিধি :

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাফিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে সাতক্ষীরা জামায়াত।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়ে মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মিছিলটির নের্তৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নশকতা সৃষ্টির চেস্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং অভিযান অব্যাহত আছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন