হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় চোরাই মালামালসহ আটক এক চোর

নিজস্ব প্রতিনিধিঃ

তিন মণ লোহার রড ও ব্যাটারীচালিত ভ্যানসহ আব্দুল গণি (৩৩) নামের এক চোরকে আটক করে সাতক্ষীরা কাটিয়াফাড়ির এ এস আই নারায়ন চন্দ্র মন্ডল। আটককৃত আসামী সদরের কাথন্ডা এলাকার মধুমাল্লারডাঙীর মৃত ছাত্তার মোড়লের ছেলে।

আসামী জানায়, তাদের একটি চোর চক্র আছে। যে চক্রের আরো দুই সদস্য শহরের সিটি কলেজ মোড় এলাকার কুদ্দুসের ছেলে মারুফ (২০) ও একই এলাকার আকাশ (২১) এখনো পলাতক রয়েছে।

এ বিষয়ে মামলার বাদী এএসআই নারায়ন চন্দ্র মন্ডল জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি নিয়মিত চুরির মামলা হয়েছে। মামলা নম্বর ৫২, ধারা ৩৮৯ /৪১১ পেনাল কোড। মামলাটি এসআই সৈকত মল্লিক সাতক্ষীরা সদর থানা তদন্ত করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন