চন্দন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় আলোচিত তৃতীয় শ্রেনীর ছাত্র রিয়াদ হোসেনকে অপহরনের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার(২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজি এই রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ওই আসামীর নাম মোঃ আশরাফুল ইসলাম(২৮)। সে তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর বিকালে আশরাফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে সদর উপজেলার কুচপুকুর এলাকার তৃতীয় শ্রেনীর ছাত্র রিয়াদ হোসেনকে(৯) কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এর পর থেকে রিয়াদের পরিবারের সদস্যরা তার কোন খোঁজ পাচ্ছিলেন না। খোজাখুজির এক পর্যায়ে ১৩ ডিসেম্বর সকালে সদর উপজেলার মাধবকাটী বলাডাঙা মাঠের পাশ থেকে রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মোঃ জিয়াউর রহমান ডাবলু বাদী হয়ে ওইদিন সদর থানায় আশরাফুল ইসলামের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকেই মূল অপরাধী আশরাফুল ইসলাম পলাতক ছিলো।
মামলার বাদী মোঃ জিয়াউর রহমান জানান, ‘সদর উপজেলার কুচপুকুর গ্রামে আমি স্থায়ীভাবে বসবাস করি। ২০১৩ সালে আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তি তার মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিলেও আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দেই। বিষয়টি নিয়ে তার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের জের ধরেই এই হত্যাকান্ড সম্পন্ন হয়ে থাকতে পারে’।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত মূল আসামী আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। এজন্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাদীপক্ষের অভিযোগ ও ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহনের পর দীর্ঘ তদন্ত শেষে আশরাফুলকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট