হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় গোয়েন্দা পরিচয়ে নারী সৈনিকের বাড়িতে প্রতারনা, আটক-১

নিজস্ব প্রতিনিধি :

সেনা গোয়েন্দার মিথ্যা পরিচয় দিয়ে এক নারী সৈনিকের বাড়িতে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে এক প্রতারক। গ্রামবাসী তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গ্রেফতার হওয়া প্রতারকের নাম মো. নাসির। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তার ইউনিয়নের পাঁচরকি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সেনা সদস্য মিতার বাড়িতে সেনা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েক যুবক আসে।

তারা মিতা খাতুন ও তার বাবাকে ডেকে তুলে একটি বিশেষ বিষয়ে তদন্তের কথা বলে সৈনিক মিতার মোবাইল ফোনটি হাতে নেয়। এক পর্যায়ে তাদের আচরন সন্দেহজনক হওয়ায় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় মোটর সাইকেল নিয়ে একাধিক প্রতারক পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে যায় একজন। গ্রামবাসী তাকে গনধোলাই দেয়। পরে তাকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বোরহানউদ্দিন জানান, এ বিষয়ে মিতার বাবা মো, রফিকুল ইসলাম একটি মামলা দিয়েছেন। সেটি রেকর্ডের প্রক্রিয়া চলছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন