হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (০৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, ইয়াছির আরফাত, কৃষক মেহেদী হাসানসহ অন্যান্যরা ।অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। এছাড়া ৫০ জন কৃষকের মাঝে খেসারি, ১৭০ জন কৃষকের মাঝে গম বীজ, ৬০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও ১১০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হবে।##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন