নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামে মা- মনি চালের মিলে কাবিখা প্রকল্পের ৫০ টন গম মজুদ করার সময় পুলিশ আটক করেছে গত বুধবার রাতে। ঘটনার বিবরণে জানা গেছে শ্যামনগর উপজেলা ভেঁড়ীবাধ সংস্কার ও বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দ করা হয় এ গম।তা কাজ না করে ভুয়া প্রকল্প দেখিয়ে খাদ্য কর্মকর্তা নুরুল আমিনের সহযোগিতায় উত্তোলনের ডিও তৈরি করে কালোবাজার বিক্রি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত কর সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রাহমান জানিয়েছেন কালিগঞ্জের আঃ গফ্ফার দীর্ঘদিন সরকারি বিভিন্ন প্রকল্পের চাল ও কম চোরায় ভাবে কেনা বেঁচা করে আসছিল।তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচলনা করা হয়েছে।এ বিষয়ে জেলা খাদ্য নিয়োন্ত্রক জাকির হোসেন জানিয়েছন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকাতার চাহিদার অনুকুলে খাদ্য গুদাম কর্মকর্তা ডিও ইসু করেন।সেখানে খাদ্য কর্মকর্তার ভুয়া ডিও ইস্যু করার কোনন সুযোগ নেই।এখানে প্রকল্পের ডিওধারী ও শ্রমিকরা উত্তোলনের গম কি করলো তা খাদ্য কর্মকর্তার দ্বায়িত্বে কতটুক! তবে এ ঘটনা তদন্ত করা হবে।