হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় ইয়াং ওমেন্স ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ইয়াং ওমেন্স ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা-তুজ-জোহরা, বীরমুক্তিযাদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল প্রমুখ। এছাড়া ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও তরুন নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলার সদর এবং দেবহাটা উপজেলায় এই প্রকল্পের আওতায় জেন্ডার ধারনা প্রদানসহ তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উদ্যোক্তগণ তৃণমূল পর্যায়ের নারীদের জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরী (স্বপ্ন কন্যা), রান্নার জন্য প্রস্তুত উপযোগী স্বান্থ্যকর হাঁস-রেডি টু কুক ডাক (হংসরাজ্য), ফ্যাশন ডিজাইন ও সেলাই (মধুমতি ফ্যাশন), কমিউনিটি বেজড অর্গানিক ভেজিটেবল (সবুজের মেলা), পরিশোধনযোগ্য খাবার পানি ও নির্ভেজাল মসলা তৈরী (নিউ লাইফ), ছাগল ও ছাগলের দুধ উৎপাদন ও পালন (খামারবাড়ি), সেলাই ও কম্পিউটার, ই-কমার্সসহ ১৫টি ব্যবসা পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে এসময় এ সকল ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিবেচনায় প্রকল্পের বর্তমান অগ্রগতি উপস্থান করা হয়।

সভায় সম্মানিত ব্যক্তিবর্গ উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান, ব্যবসায়ী পণ্যের সার্বিক উন্নতিকল্পে আর্থিক, পলিসিগত, পরিবেশগত ও সামাজিক সকল ধরনের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন