সংকল্প ডেস্ক :
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেছেন, “সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদকপাচার ও নাশকতাকারী অপরাধীচক্রের সাথে পুলিশ কোনো আপোষ করবে না। পেশাদারীত্ব বজায় রেখে পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করবে।” আজ বুধবার বিকালে সাতক্ষীরা পুলিশ লাইনস এর ড্রীল শেডে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রথমেই পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সাতক্ষীরা জেলায় কর্তব্যরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। স্বাগত বক্তব্যে তিনি ২০১৩-১৪ সালে সাতক্ষীরা জেলার অরাজক পরিস্থিতির স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইনশৃৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি দৃঢ়তার সাথে বলেন, কোনোক্রমেই সাতক্ষীরা জেলায় ২০১৩-১৪ সালের মতো কেউ নাশকতা সৃষ্টি করতে পারবে না। সাম্প্রদায়িক উস্কানিদাতারা ও রেহাই পাবে না।
পুলিশ সুপারের স্বাগত বক্তব্যের পর সাতক্ষীরা জেলায় কর্তব্যরত সাংবাদিকরা তৎকালীন সময়ে নাশকতা দমনে তার বীরোচিত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাংবাদিকরা মতবিনিময় সভায় বিভিন্ন সমস্য নিয়ে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
সাম্প্রতিক সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ ও সাজানো মামলায় সাংবাদিকসহ সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য পুলিশ সুপারকে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সংকল্প নিউজের সম্পাদক ও আরটিভি প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মনিরুল ইসলাম মনি প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
