নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আজ শুক্রবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের নিউমার্কেটসহ শহরের গুরুত্বপূর্নস্থানে লিফলেট বিতরণ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।