হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় আইনচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আইনচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 161 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় আইনচর্চা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে শনিবার বেলা ১১টায় সমিতির নতুন ভবনের তিন তলায় ২০১৬ ও ১৮ ব্যাচের নবাগত আইনজীবিদের নিয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম.শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

তিনি এ সময় বলেন, আইন পেশা একটি মহান পেশা। এ পেশাকে সমুন্নত রাখতে পড়াশুনার পাশাপাশি সিনিয়র আইনজীবীদের মামলার উপস্থাপন, জবানবন্দি ও জেরা ধৈর্য ধরে শুনতে হবে। সেটাকেই ধারণ করতে পারলে নিজের লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন বিচারপ্রার্থীকে ন্যয় বিচার পাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা যায়। তিনি জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে এ সময় আরো বলেন, পেশাগত সাফল্য ধরে রাখতেই নিজেকে সৎ হতে হবে।

কর্মশালায় আরো বক্তব্য দেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবী অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. সায়েদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম।##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন