হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়ার উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকালে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের কাপালিপাড়া এলাকা থেকে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করে।

এদিকে, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গেড়াখালী খেয়াঘাট ও বোয়ালিয়া মাঠ থেকে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ৩ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষুধ, থ্রি পিস ও চাদর জব্দ করে। এছাড়া একই উপজেলার মাদরা বিওপির একটি আভিযানিক দল সীমান্তের শ্মশান ঘাট এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য সর্বমোট ৪ লাখ ২১ হাজার টাকা।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়ন সদর দফতর ষ্টোরে জমা রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন