হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন

সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভোটে আব্দুল আহাদ ১২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ মোল্লা ১১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং আব্দুর রাজ্জাক ১১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ভোটগ্রহণে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা জানান, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকার জন্য তারা একসঙ্গে কাজ করবেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠিত হওয়ায় ইউনিয়নের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে এসেছে। এই নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন