হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার তিন উপজেলা শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহন, ভোটার উপস্থিতি কিছুটা কম

সাতক্ষীরার তিন উপজেলা শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহন, ভোটার উপস্থিতি কিছুটা কম

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় ধাপে সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয় এই ভোট গ্রহন। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। জেলার তিনটি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। বিশৃংখলাা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে, ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামুলকভাবে কম দেখা গেছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। তিন উপজেলায় ২২১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে তালা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। এখানে মোট ৯৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

আশাশুনি উপজেলাতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৯৭৯ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ২৩০ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ৮৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলছে।

এছাড়া দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২জন প্রার্থী। এ উপজেলায় মোট ১ লাখ ১১ হাজার ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। এছাড়া ১ জন রয়েছেন হিজড়া ভোটার। এ উপজেলায় মোট ৪১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন