হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

কর্তৃক
০ মন্তব্য 159 ভিউজ

নিজস্ব প্রতিনিধি 

সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় মনিরা বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। বুধবার দুপুরে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ মনিরা বেগম তালা উপজেলার পাঁচরোখী গ্রামের মান্নান শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর বাজারে রাস্তা পার হয়ে তার স্বামীর দোকানে যাওয়ার সময় খুলনাগামী একটি একটি মোটরসাইকেলে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মনিরা বেগম গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন