নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি মাদকসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম মোঃ ইছাহাক (৪২)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভারত থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক এলায় অভিয়ান চালায়।
এ সময় সেখান থেকে ৫০ এমএল’র চার বোতল ভারতীয় এলএসডি মাদকসহ চোরাকারবারী ইছাহাককে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
তবে, আটক চোরাকারবারী ইছাহাক জানান, জব্দকৃত এলএসডি মাদকের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।