হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে প্রাক্কলিত মূল্য ৯৯ লক্ষ ৮৬ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে ৩ তলা ভিত বিশিষ্ট নতুন ১তলা ভবন নির্মাণ করা হয়েছে।

নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল গণি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, উপজেলা সহকারি প্রকৌশলী কাজী ফয়সাল বারী, আগরদাঁড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, নির্মাণ কাজের ঠিকাদার দিশা এন্টারপ্রইজের প্রোপাইটার মো. আজিজুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন