হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরের রহমতপুর গ্রামের রাস্তা কাদায় পরিপূর্ণ চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরের রহমতপুর গ্রামের রাস্তা কাদায় পরিপূর্ণ চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে রহমতপুর গ্রাম। শ্যমনাগর উপজেলার কোল ঘেঁসে অবস্তিত এই গ্রাম।১৯৭১সাল এর পর থেকে এ গ্রামের রাস্তা ঘাট এ লাগিনি কোনো উন্নায়ন এর ছোয়া। প্রায় ৭০ ভাগ রাস্তা এখানে এ কাচা। এখানে আছে মসজিদ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়।

কিন্তু সেই প্রতিষ্ঠান গুলোতে যাতয়াতের যে রাস্তা তা বেশির ভাগ কাঁচা। বর্ষা মৌসুমে এ রাস্তা গুলো তৈরি হয় কাদার ভরপুর। এ সময় পায়ে হটে চলাচল করা মুসকিল হয়ে পড়ে।এই গ্রাম টি শ্যামনগর উপজেলার পার্শ্ববত্তি হওয়ার কারনে বিভিন্ন এলাকার মানুষ ও ব্যবসায়িরা শ্যামনগর, নঁয়াবেকি সহ বিভিন্ন বড় বড় বাজার এ পন্য পরিবহনে তারা ইন্জিন চালিত ভ্যান সহ নানা প্রকার যানবাহন ব্যাবহার করে থাকে।

যার কারনে কাঁচা রাস্তা দিয়ে চলাচলে এলাকার মানুষ পড়ে যায় চরম দুর্ভোগে। বিষয় টি বারবার বিভিন্ন ভাবে চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন মহল এ জানিয়েও তার কোন প্রতিকার পাওয়া যায়নি। তাই এই এলাকার রাস্তা ঘাটের চরম দূর্দসা আর ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী

সম্পর্কিত পোস্ট

মতামত দিন