হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কালিগঞ্জে মিট দ্য স্টুডেন্টস শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে মিট দ্য স্টুডেন্টস শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের প্রতি পড়াশুনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মিট দ্য স্টুডেন্টস শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।

সমাবেশে জেলা প্রশাসক আরো বলেন, সুশিক্ষিত শিক্ষার্থী, সমুন্নত পৃথিবী। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ। ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে। সমাবেশে উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন