হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক সন্ধ্যা ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ কামাল হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ খোকন সরদারের ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী অবৈধভাবে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিক দল বাজারের পূর্ব পার্শ্বে কৌশলে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে আভিযানিকদলটি কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তার উপর হতে বাইসাইকেলযোগে সীমান্তের উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনকভাবে এক বাংলাদেশী নাগরিককে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির দেহে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুই স্বর্ণের বারসহ একটি মোবাইল ফোন, একটি বাইসাইকেল ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৬০.৭৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারসহ মালামালের বাজার মূল্য ৩০ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা।

তিনি আরো জানান, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরসহ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন