নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কেঁড়াগাছি হরিদাস ঠাকুরের জন্মভিটায় এ সংবর্ধনা প্রদান করা হয়।প্রভাষক কার্তিক দাসের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন চন্দ্র দেবনাথ, সাধারন সম্পাদক সন্তোষ কুমার পাল, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক , উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান , সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন প্রমুখ। এসময় সেখানে সর্বস্তরের জনগণ এবং হিন্দু ধর্মাবল্বী লোক জন উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি বিএনপি নেতা হাবিব এসময় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়তে চায়।