নিজস্ব প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার উপকুলীয় উপজেলা আশাশুনির অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে বুধবার সকালে উপজেলার আনুলিয়া বাজার সংলগ্ন হাজী মার্কেটে অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি আশা’র সিনিয়র জেলা ম্যানেজার শহিদুল ইসলাম। এসময় সেখানে উপকুলীয় এলাকার দেড় শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধা বি ত মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
আশা’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত বিশ্বাস, স্বাস্থ্য সেবা ইনচার্জ নিত্যানন্দ সরকার, সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম সানা, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সমাজসেবক হরেন্দ্র দেবনাথ, কামরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, বেসরকারী উন্নয়ন সংগঠন আশা বাংলাদেশের ৩ হাজার ৭৩ টি ব্রাঞ্চের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেডিকেল ক্যাম্পটি সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।