নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে বজ্রঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নের মানিকখালী ব্রিজের দক্ষিণ পাশে নড়েরাবাদ বিলে একটি মৎস্য ঘেরের মধ্যে ধান রোপন করার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। আহতদের আশাশুনি ও সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম কামরুল ইসলাম। তিনি আশাশুনি উপজেলার মধ্যম চাপড়া গ্রামের মৃত জহির উদ্দীনের পুত্র। এদিকে, আহতরা হলেন, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ফকিরের পুত্র আজাদ ও কিবরিয়া এবং মধ্যম চাপড়া গ্রামের মৃত মেছের সরদারের পুত্র আবুল খায়ের। এরমধ্যে আবুল খায়েরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থাণীয়রা জানান, বিকালে বড়দল ইউনিয়নের মানিকখালী ব্রিজের দক্ষিণ পাশে নড়েরাবাদ বিলে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান ফকিরের মৎস্য ঘেরের মধ্যে ধান রোপন করছিলেন ৮ জন কৃষক। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রাঘাতের কবলে পড়েন তারা। বজ্রাঘাতে এ সময় ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম। একই সময়ে আহত হন আজাদ, কিবরিয়া ও আবুল খায়ের। আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে আবুল খায়েরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়। এদিকে, কৃষক কামরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘের মালিক আব্দুর রহমান ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।