হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-৩, থানায় অভিযোগ দায়ের

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-৩, থানায় অভিযোগ দায়ের

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আহত সাবেক ইউপি সদস্য তারক সানা বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের মনিশ চন্দ্র সানা ও ঠাকুর দাশ সানাসহ ৯ জনের নাম উল্লেখ করে রবিবার রাতে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে দেয়া অন্যান্য আসামীরা হলেন, একই গ্রামের শ্যাম গোবিন্দ সানা, জগনাথ সানা, অমৃত সানা, হিরন্ময় সানা, আশিক সানা, নিরঞ্জন চক্রবর্তী ও গনেশ চক্রর্তী।
এদিকে, আহতরা হলেন, পিরোজপুর গ্রামের মৃত ললিত মোহন সানার পুত্র সাবেক ইউপি সদস্য তারক সানা (৪৪), তার স্ত্রী শম্পা রাণী (৪০) এবং একই এলাকার মৃত নরেন্দ্র নাথ ঢালীর পুত্র তপন ঢালী (৪৪)।
অভিযোগে বলা হয়, মনিশ সানা ও ঠাকুর দাস সানাসহ অভিযোগে উল্লেখকৃত উক্ত ৯ আসামী বাদী তারক সানার বাড়ির পথ নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে বাদীর বাড়িতে গিয়ে হামলা চালায়। মোবাইলে এ হামলার খবর শুনে তারক সানা তার মোটরসাইকেলে থাকা তার প্রতিবেশী তপন ঢালীকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এসময় তারা জিআই পাইপ, লোহার রড, শাবল ও ধারালো দাসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় গুরুতর আহন তপন ঢালী ও তারক সানা। তাদের ঠেকাতে তারক সানার স্ত্রী শম্পা রাণী এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়। এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অশংকাজনক অবস্থায় রয়েছেনে তপন ঢালী। হামলাকারীরা এসময় তারক সানার পকেটে থাকা নগদ টাকা ১ লক্ষ টাকা ও তার স্ত্রীর দুই লক্ষ টাকার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তারা তারক সানার এপাচি মোটর সাইকেলটিও ঘটনাস্থল থেকে নিয়ে যায়। স্থানীয় এসময় দ্রæত আহতদের উদ্ধার করে আশাশুনি হাতপাল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত তারক সানা বিষয়টি নিয়ে প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সামসুল আরেফিন জানান, অভিযোগের কপিটি আমি এখনও হতে পায়নি। তবে, বিষয়টি জানার পর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন