হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনি থানার বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক

সাতক্ষীরার আশাশুনি থানার বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

ওমর ফারুক বিপ্লব :

সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক করে।

আটককৃত আসামীরা হলেন, ১. প্রশান্ত সরকার (৫৬) সে বৈকরঝুটি এলাকার মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে, ২. মানিক সরকার (৪৬), পিতা-মৃত কোমল কৃষ্ণ সরকার, ৩. আবু হাসান গাজী (৪২), পিতা-ফজর আলী গাজী, ৪. সেলিম রেজা (৩২), পিতা-আঃ গফুর সরদার, সর্ব সাং-বৈকরঝুটি, ৫. মুজিবর সরদার (৫৬), পিতা-মৃত সোহেল উদ্দিন সরদার, ৬. আকবর আলী (৪৭), পিতা-মৃত জামাল উদ্দিন সরদার, উভয় সাং-শোভনালী। জুয়ার আসর থেকে পালিয়ে যায়, মোঃ আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী। জুয়ার আসর হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (ক) ৫২ (বায়ান্ন) পিস বিভিন্ন রংয়ের তাস (খ) বাংলাদেশী সর্বমোট ১,০৬০/-(একহাজার ষাট) টাকা।

আশাশুনি থানা সূত্রে জানা যায়,এসআই (নিঃ)দীপ্তিষ ঢালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপড়া ব্রীজে অবস্থানকালে আশাশুনি থানাধীন শোভনালী সাকিনস্থ মোঃ আশরাফুল (৪০), পিতা-মৃত সবুর সরদার এর চায়ের দোকানের ভিতর টাকা দিয়ে তাস খেলা চলিতেছে। দ্রুত অভিযানিক টিম সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা জুয়ার আসর হইতে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আশরাফুল এর দোকানের ভিতর হইতে ৬জন আসামীদেরকে ধৃত করিতে সক্ষম হয়।

শোভনালী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ঘের ব্যাবসায়ী জানান, আমাদের এলাকায় আজিজুল মেম্বররের নেতৃত্বে কয়েকমাস এই জুয়ার আসর চলছে। আমরা এই মেম্বরের শাস্তির দাবি জানায়। এলকার পরিবেশ ও যুবসমাজ রক্ষা করতে জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনালী চায়ের দোকান থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয় বাকী আসামী পালিয়ে যায়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ধৃত আসামী সহ অজ্ঞাত মোট ১০ জনের বিরুদ্ধে মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন