হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এক সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, সদর উপজেলার বাদামতলা এলাকায় মাদকের একটি বড় চালান চোরাচালান হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল সেখানে আকস্মিক হানা দেয়। অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১০২ বোতল অবৈধ ‘কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক চোরাচালান রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন