হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কবি ও নাট্যকার আবদুল ওহাব আজাদ এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ময়না, কোষাধক্ষ মো. আব্দুল মজিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশানারা, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, সদস্য এম আলমগীর আলম, শাম্মী আক্তার রীতা, মোঃ শফিউল আলম, এসএম নাজমুল হাসান, শেখ হোসাইন প্রমুখ। সাধারণ সভায় বিগত সময়ের কমিটির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিগত সাহিত্য সম্মেলন, মৌচাক সাহিত্য পত্রিকা প্রকাশনা উৎসবের কার্যালোচনা করা হয়। এছাড়াও মৌচাকের নতুন কমিটি গঠন, পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে ইফতার মাহফিলসহ মৌচাকের বিভিন্ন  দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা। এ সময় মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন