হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার বিকালে শহরের রসুলপুরস্থ সার্কিট হাউজ মোড় সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জজ কোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল, অতিরিক্ত পিপি এড. এবিএম সেলিম, এপিপি এডভোকেট আরিফুর রহমান আলো প্রমুখ।
বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এসময় সেখানে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন