হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নামে সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য রমরমা

সাতক্ষীরায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নামে সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য রমরমা

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

ওমর ফারুক বিপ্লব:

সাতক্ষীরয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনে বিশেষ এক রাজনৈতিক দলের নামে সিন্ডিকেট করে লুটে নিচ্ছে কোটি টাকার কাজ। সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন সাতক্ষীরা এলজিইডি,জেলা শিক্ষা প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ,গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কিছু অসাধুচক্রের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট। যে কোন দরপত্র আহবান করলে ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল কিনেন যেমন, সাতক্ষীরায় স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি), শিক্ষা প্রকৌশল বিভাগ, গণপূর্ত বিভাগ,জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ডসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের লাইসেন্সধারী ঠিকাদার। এই বিশেষ রাজনৈতিক দলের সিন্ডিকেটের কারণে অনেক ঠিকাদার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারেনা। ঠিকাদারদের হুমকি দেওয়া এমনকি জোর পূর্বক বাধাঁ প্রদান করে।কোন কোন ক্ষেত্রে যদিও সিন্ডিকেটের অজান্তে ক্রয় করে কিন্তুু বক্সে ফেলতে পারবে না। কারণ এই সিন্ডিকেটের সাথে গোপনে সরকারি প্রতিষ্ঠানে কিছু অসাধু অফিসারদের সাথে টাকার বিনিময় চুক্তিবদ্ধ থাকে।

গভীর অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনে ওপেন নিলামের এই সিন্ডিকেটে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও রাজনৌতিক দলের নাম ভাঙিয়ে কিছু অসাধুচক্র। ওপেন নিলামের ক্ষেত্রে দেখা গেছে সিন্ডিকেটের যারা থাকবে তাদের কাগজ-পত্র সঠিক হয়ে কাজ পায়। সিন্ডিকেটের বাহিরে কাগজ-পত্র সঠিক কিন্তু দায়িত্বরত কর্মকর্তা অজুহাত দেখিয়ে রিজেক্ট করে দেয়।সাধারণ ঠিকাদাররা অসহায় হয়ে পড়েছে এই সিন্ডিকেট চক্রের কারণে।

এইভাবে বিশেষ প্রক্রিয়ায় একাধিক কাজ পেয়ে থাকেন রাজনৈতিক দলের নাম ভাঙায় কিছু বাটপার,দখলবাজ,চাঁদাবাজির নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট। এতে করে অন্যান্য ঠিকাদাররা বার বার টেন্ডারে অংশগ্রহন করেও কোন সুফল হচ্ছে না। আবার অংশগ্রহন করেও নায্য কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ২৪ এর গন অভ্যূত্থান পরে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর সাতক্ষীরা জেলায় রাজনৈতিক পরিচয় ব্যাবহার করে এই সিন্ডিকেট ও তাদের সহযোগীরা শিক্ষা প্রকৌশল বিভাগ,জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড,গনপূর্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত কোটি কোটি টাকার কাজ ভাগিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা যায়,সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ কতৃক বেতনার মাটির নিলামে খুকুমনি নামে একটা সিডিউল ক্রয় করে অংশ গ্রহন করেন এবং যাচাই বাছাই শেষে সে মাছখোলার ৫ নং প্যাকেজ বরাদ্দ পায়। সে কোন সিন্ডিকেটের সাথে না থাকায় তার মাটি দিনে-রাতে অপসারণ করতে থাকে বিশেষ একটি চক্র।

এ বিষয়ে মাছখোলার খুকুমনি বলেন, আমি বেতনা নদীর মাটি নিলামে অংশ গ্রহন করে ৫ নং প্যাকেজটি বরাদ্দ পায়। কিন্তুু আমার বরাদ্দকৃত মাটি দিনে-রাতে ২০-৪০ ট্রলি ও ভ্যানে মাটি নিয়ে যাচ্ছে। এবিষয়ে আমি জেলা প্রশাসক কাছে অভিযোগ দিয়েছি। আমি কোন সিন্ডিকেটের সাথে আপোষ করবো না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন