হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ১০ লক্ষ টাকার ভারতীয় মাল ও মদ জব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ১০ লক্ষ টাকার ভারতীয় মাল ও মদ জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ প্রায় ১০ লাখ ২৭ হাজার টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ জুলাই) দিনব্যাপী জেলার পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযানে ১১৯ বোতল ভারতীয় পানীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়।

তিনি জানান, চান্দুরিয়া এলাকা থেকে ১০০ বোতল ও তলুইগাছা থেকে ১৯ বোতল ভারতীয় পান্স মদ জব্দ করা হয়।
এছাড়া বিভিন্ন স্থান থেকে নিচের মালামাল জব্দ করা হয়:

  • পদ্মশাখরা: ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ

  • ভোমরা: ৭০ হাজার টাকার ওষুধ

  • বৈকারী: ৩৫ হাজার টাকার ওষুধ

  • তলুইগাছা: ৭০ হাজার টাকার ওষুধ

  • কাকডাঙ্গা: ১ লাখ ৬০ হাজার টাকার ওষুধ ও শাড়ি

  • মাদরা: ৭০ হাজার টাকার ওষুধ

  • ঝাউডাঙ্গা: ৭০ হাজার টাকার ওষুধ

  • হিজলদী: ১ লাখ ৫ হাজার টাকার ওষুধ

  • সুলতানপুর: ৭০ হাজার টাকার ওষুধ

  • চান্দুরিয়া: ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ

সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়ায় ১০,২৭,৫০০ টাকা

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোরে জমা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন