হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

মাহফিজুল ইসলাম আককাজ :

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএস-এর ডাটা অনলাইনে এন্ট্রি সংক্রান্ত প্রধান শিক্ষকদের ০১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তালা উপজেলার অগ্রগতি রিসোর্টে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এঁর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা’র মহাপরিচালক আবু নূর মো. শামছুজ্জামান।

প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা’র পরীবীক্ষণ ও মুল্যায়ন বিভাগের পরিচালক ইমামুল ইসলাম প্রমুখ। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএস-এর ডাটা অনলাইনে এন্ট্রি সংক্রান্ত প্রধান শিক্ষকদের ০১ দিনের প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৩০ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন