হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের নিবন্ধন শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক পরিচালিত “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের নিবন্ধন শীর্ষক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার শাখার আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের একাডেমিক ভবনের সভা কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা’র প্লেসমেন্ট অফিসার শিবলী আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমানুল্লাহ আল হাদী।

বক্তব্য রাখেন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার প্রশিক্ষক সোহেল রানা, আইডিয়াল সাতক্ষীরার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সুব্রত বাছাড় প্রমুখ।

এ সময় বক্তরা বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীদের কে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে দেশ এগিয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন