হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পুরোহিত-সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় পুরোহিত-সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 313 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় সেবাইতদের ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির  সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (দ্বিতীয় পর্যায়), হিন্দু ধর্মীয়  কল্যাণ ট্রাস্ট খুলনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা মন্দিরে খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ করেন ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরন প্রকল্প ২য় পর্যায় প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় প্রশিক্ষক মেধস ব্যানার্জি প্রমুখ।

সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মন্দিরের ২৫ জন সেবাইতদের মাঝে সনদপত্র এবং প্রত্যেককে ৯ হাজার ৫শ ৬২ টাকা করে সম্মানী প্রদান করা হয়। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ২৫ টি মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নেয়।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন