হোম ধর্ম সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

সংকল্প ডেক্স:

সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ মানে আনন্দের জোয়ার। ঈদ মানে খুশির সঞ্চার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয়। সবাই একই সুরে গেয়ে ওঠে কাজী নজরুল ইসলামের সেই অমর সংগীত, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

ছবি ; আহছানিয়া জামে মসজিদ এর ভিতরে।

করোনার প্রকোপ কাটিয়ে সাতক্ষীরায় দুই বছর পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মঙ্গলবার (৩ মে) সকালে জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন