হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে একুশের প্রথম প্রহর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান শোক র‌্যালি নিয়ে উপস্থিত হন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি।

রাত ১২টা ১মিনিট। ভাষা শহিদদের প্রতি প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। এর পরপরই সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি, জেলা মহিলা দল, জেলা শ্রমিক দল, জেলা কৃষক দল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা সমাজ সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, সড়ক বিভাগ, পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল, ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, এলজিইডি, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল, জেলা পূজা উদযাপন কমিটি, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, সামাজিক বনায়ন কেন্দ্র, জাসাস, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, দ্য এডিটরস, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক হৃদয় বার্তা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-সাতক্ষীরা (বিআরডিবি), সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা, রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টার, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে, মহান একুশে পালন উপলক্ষে পুলিশ, আনসার, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা জনসাধারণের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন