সংকল্প ডেস্ক :
সাতক্ষীরায় ‘মাল্টি-স্টেকহোল্ডারস কোর্ডিনেশন মিটিং অন হিউম্যান রাইটস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট, ২০২২ রবিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-এইচআরপি প্রকল্পের উদ্যোগে মানবাধিকার সংগঠন স্বদেশ-সাতক্ষীরা ও সিএসও কোয়ালিশন, সাতক্ষীরার যৌথ আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ ক্যাফে) এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘মাল্টি-স্টেকহোল্ডারস কোর্ডিনেশন মিটিং অন হিউম্যান রাইটস’ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘের বাংলাদেশ অফিসের মাইনরিটি এক্সপার্ট শংকর পাল। কর্মশালায় উন্নয়ন কর্মী ও সাংবাদিক ফারুক রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন পিস ফোরামের সভাপতি সভাপতি অধ্যক্ষ আবদুল হামিদ। কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ধর্মীয় নেতা ও সাংস্কৃতিক কর্মী হেনরী সরদার প্রমুখ।
জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি- এইচআরপি প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘মাল্টি-স্টেকহোল্ডারস কোর্ডিনেশন মিটিং অন হিউম্যান রাইটস’ বিষয়ক কর্মশালায় সাতক্ষীরা জেলা সিএসও-এইচআরডি কোয়ালিশন, ধর্মীয় নেতা, যুবনেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার ৫০ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
