হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরাতে টানা বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলায় একটানা চার দিনের ভারি বর্ষণের কারণে পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং একইসাথে বৃষ্টি না কমায় জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে।

তাছাড়া পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভেসে গেছে শত শত বিঘা মাছের ঘের, ফসিল জমি ও পুকুর। এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে।

এছাড়া বিল ও মাছের ঘের ভেসে গেছে। এছাড়াও পানি সরার সরকারি খাল গুলো বিভিন্ন ভাবে দখলে থাকায় এবং নেট পাটা দিয়ে মাছ চাষ করার কারনে ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অতিবৃষ্টির কারণে এসব গ্রামের পুকুর গুলোর লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। সবজি ক্ষেত গুলি পানিতে টইটম্বুর করছে। মানুষের যাতায়াতে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। এদিকে বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে সদর উপজেলা ব্যাপী।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের জরুরি কার্যক্রম গ্রহণের জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী জনসাধারাণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন