নিজস্ব প্রতিনিধি :
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক সেবামূলক বন্ধু সংগঠন সাতক্ষীরা-৯৩ এর আয়োজনে সাতক্ষীরায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) কুখরালী আহমাদিয়া দাখিল মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির ফল, ফুল গাছের চারা রোপন করা হয়।
সাতক্ষীরা-৯৩ এর পক্ষ থেকে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সমন্বয়ক আব্দুল কাদের, হাবিবুল্লাহ, ইদ্রিস আলী শোভন, আব্দুর রকিব, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, মাসুদ বাবু, সিরাজুল সিরু, আসাদ শেখ, নাসির উদ্দীন, সাব্বির হোসেন, হাসানুজ্জামান, জিল্লুর রহমান, কামরুজ্জামান কামু, মোফাজ্জেল বাবু প্রমুখ। এর আগে কাসেমপুর মদিনাতুল উলুম এতিমখানা কমপ্লেক্স বিভিন্ন প্রজাতির ফল, ফুল গাছের চারা রোপন করা হয়। এ সময় সেখানে উক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা-৯৩ এর পক্ষ থেকে এরপর তৃতীয় পর্বে দেবহাটা থানায় বৃক্ষরোপন করা হবে।
