হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা-২আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আলহাজ্ব মো. আব্দুর রউফ

সাতক্ষীরা-২আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আলহাজ্ব মো. আব্দুর রউফ

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “আমার নির্বাচনী এলাকার (সাতক্ষীরা সদর-দেবহাটা) মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার নির্বাচনী এলাকার মানুষ উন্নয়ন ও শান্তি। ভোটারদের সকল চাওয়া পাওয়া ও অঙ্গিকার পূরণে আমি জনগণের নেতা হিসাবে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো। নির্বাচন সামনে রেখে সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে যারা বাধা হয়ে আসবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। উন্নয়নের প্রশ্নে ধানের শীষ হোক সবার বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই প্রার্থী বলেন, সাতক্ষীরার উন্নয়নের প্রশ্নে কোনও দল নেই, মত নেই, নেই বিভাজন। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক সাতক্ষীরাবাসীর দলমত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া আশীর্বাদ কামনা করেন এবং সেই সাথে দলীয় সকল দ্বন্দের অবসান ঘটিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।” এসময় আলহাজ্ব আব্দুর রউফ এর পৌত্র যুব সমাজের আইকন যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব ও যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়ামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন