হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা-২ আসনে গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের মনোনয়ন পেলেন ডক্টর রবিউল ইসলাম খান

সাতক্ষীরা-২ আসনে গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের মনোনয়ন পেলেন ডক্টর রবিউল ইসলাম খান

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ৬ দলীয় জোটের মোর্চা গণতন্ত্র মঞ্চ। সেই তালিকায় সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মনোনয়ন পেয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন এবং ডক্টর রবিউল ইসলাম খান সাতক্ষীরা-২ আসন সহ নাগরিক ঐক্যের ২০ জনের নাম সহ গণতন্ত্র মঞ্চ ভুক্ত আরো ৫টি দলের ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন ৬ দলীয় জোটের মোর্চা গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম। গণতন্ত্র মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ গণতন্ত্র মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতারা। সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন পাওয়ায় নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান তার প্রতিক্রিয়ায় বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারী শাসন ব্যবস্থা চিরদিনের জন্য বিলোপ সাধন, জনগণের ভোটাধিকার নিশ্চিতের যে লড়াইয়ে দীর্ঘ ১৫ বছর ছিলাম, সে লড়াই অব্যাহত রাখবো। তিনি তার প্রতিক্রিয়ায় সাতক্ষীরা-২ আসনে গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের পক্ষ থেকে মনোনয়ন দেয়ায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সহ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্ট এর পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সাতক্ষীরা-২ আসনের জন্য ডক্টর রবিউল ইসলাম খানকে মনোনয়ন প্রদান করা হয়েছিল। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান এশিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো ইন দ্য ফিল্ড অব ল এবং বর্তমানে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল। ডক্টর রবিউল ইসলাম খানের পরিবার ৯পুরুষ যাবৎ অর্থাৎ ৯০০ শত বছর পূর্ব থেকেই অদ্যাবধি সাতক্ষীরা শহরের পলাশপোলের নুর আহমদ খান রোডের খান বাড়িতে বসবাস করছেন। তার পিতা নুর আহমদ খান ৩১ বছর যাবৎ সাতক্ষীরা পৌরসভার চেয়ারম্যান ও মেয়র ছিলেন। ডক্টর রবিউল ইসলাম খানের নিকট তার সংসদীয় এলাকার ভোটারদের প্রতি কোন আহ্বান জানানোর আছে কিনা জানতে চাইলে তিনি তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-২ এর অন্তর্গত সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড ও দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ভোটার তথা সম্মানিত এলাকাবাসীর দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন