সংকল্প ডেস্ক:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে ওয়ার্কাস পাটির দলীয় মনোনয়ন পেলেন এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আ.লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে এমপি নির্বাচিত হন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে দলীয় প্রার্থীর মনোনয়নের জন্য তালা-কলারোয়া উপজেলার আ.লীগ নের্তৃবৃন্দ একাট্টা হয়ে পড়ে। এমনকি দুটি উপজেলার আ.লীগের শীর্ষ নের্তৃবৃন্দ জোটের অন্যতম শরীক ওয়ার্কাস পাটির প্রার্থী এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন না দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালায়। ২০১৪ সালের নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে আ.লীগের মনোনয়ন পেয়েছিলেন তালা উপজেলা আ.লীগের সভাপতি নূরল ইসলাম। কিন্তু পরবর্তীতে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে মনোনীত করা হয়। তিনি নৌকা প্রতীক নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই ভাবে ২০১৮ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আশংকা করা হচ্ছে , আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মহাজোটের নেতৃত্বে তিনি আবারো মনোনীত হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করতে পারেন।