হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সিটি কলেজ সভাপতির পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সিটি কলেজ সভাপতির পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 160 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সিটি কলেজে সভাপতি পদে আসীন হওয়া ইউপি চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সিটি কলেজ সম্মেলন কক্ষে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, নবনিযুক্ত সভাপতি ও আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন।

সংবাদ সম্মেলনে কবির হোসেন মিলন বলেন, ২০০৮ সালে তার পিতা এই কলেজে অফিস সহায়ক পদে চাকুরিরত অবস্থায় মারা যান। এর পর সেই স্থানে মাস্টাররোলে তাকে নিয়োগ দেয়া হয়। এরপর ২০২১ সালে তিনি আগরদাড়ি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি অভিযোগ করে আরো বলেন, কয়েকটি পত্র পত্রিকায় রিপোর্ট করা হয়েছে তিনি কর্মরত অবস্থায় কলেজটির সভাপতি হয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা। গত ১৬ জানুয়ারী (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর’র কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যেমে তিনি নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি গত ৯ জানুয়ারি কলেজটির অফিস সহায়ক পদ থেকে ইস্তফা দেন। এসময় তিনি তার স্বপক্ষে কাগজপত্রও দেখান। যদিও দুটি প্রতিষ্ঠান থেকে বেতন তোলা আইনগতভাবে সিদ্ধ হলেও তারা তা না জেনে ভুলভাল রিপোর্ট প্রকাশ করেছেন বলে তিনি দাবী করেন। প্রমানস্বরুপ এর স্বপক্ষে বেতন বইয়ের রশিদ দেখিয়ে তিনি বলেন, ২০২১ সালের অক্টোবর মাসের পর থেকে তিনি কোন বেতন তোলেননি। পরে কলেজ কর্তৃপক্ষের পরামর্শে তিনি ওই টাকা উত্তোলন করে ইউনিয়ন পরিষদের একাউন্টে জমা দেন এবং তা দিয়ে দুঃস্থ মানুষদের সাহায্য করেন।

তিনি আরো বলেন, একটি পক্ষ তার সভাপতি পদ রুখতে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সাংবাদিকসহ সকালের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এত দিন যারা কলেজের টাকা লুটেপুটে খেয়েছে মুখোশ উন্মোচনের ভয়ে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিনি এ সময় সাতক্ষীরা সিটি কলেজে সকল দূর্নীতি বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান। একই সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করাহবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য: সাতক্ষীরা সিটি কলেজে সভাপতির পদ নিয়ে সম্প্রতি পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়। এরই জেরে আজ সংবাদ সম্মেলন করেছেন নতুন সভাপতি কবির হোসেন মিলন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন