নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গত ২৬ অক্টোবর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃআসাদুজ্জামান বাবু’র মোটরসাইকেল শোভাযাত্রার নামে দলীয় এমপি রবিকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার (লেকভিউতে) যমুনা হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী প্রমুখ।
সাতক্ষীরা সদর আসনের দলীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
