মোহাম্মাদ নিজামঃ
সাতক্ষীরা শহরের সুলতানপূর বড় বাজার জয়েন্ট হার্ডওয়ার নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। রোববার ভোরের দিকে দোকানের তালা ভেঙে প্রয়া অর্ধ লক্ষাধিক টাকা নিয়েগেছে চোর। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
দোকান মালিক সঞ্জয় সিংহ জানান, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে জয়েন্ট হার্ডওয়ার নামে তার একটি দোকান আছে । প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি দোকানে তালা দিয়ে বাড়ি ফেরেন । আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের সাটার ভাঙা, খোয়া গেছে প্রায় অর্ধ লক্ষাধিক নগদ টাকা । চোরকে সনাক্ত করে তাকে আইনের আওতায় অনার দাবি জানিয়েছেন।